
জামালপুর সংবাদদাতা : জামালপুরে যমুনার পানি বাড়ছে। পাহাড়ী ঢল, টানা বারি বর্ষণ এবং উজান থেকে পানি নেমে আসায় জামালপুরের বন্যা পরিস্থিতি রূপ নিয়েছে।
গত ২৪ ঘন্টায় যমুনার পানি ৫০ সেন্টিমিটার বেড়ে শনিবার যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করায় দেওয়ানগঞ্জ ও ইসলামপুর, মেলান্দহ উপজেলার আংশিক নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।