
রফিকুল আলম,ধুনট: বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের ইছামতি নদী থেকে শ্যামল সাহা (৫২) নামে অপহৃত এক ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যবসায়ী শ্যামল কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের সত্যেন্দ্রনাথ সাহার ছেলে।
বুধবার বিকেল ৩টার দিকে ধুনট থানা পুলিশ শ্যামল কুমারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ঘনিষ্ট বন্ধু একই এলাকার ভানুডাঙ্গা নিশিপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে ইয়াছিন আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় শ্যামল সাহা সোনামুখি বাজারে মুদির দোকানে ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলেন। এসময় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইলে ফোন করে তাকে পাশ্ববর্তী ইছামতি নদীর তীরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ডেকে নিয়ে যায়। এরপর থেকে ব্যবসায়ী শ্যামল সাহা নিখোঁজ ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহত শ্যামল সাহার স্ত্রী রিনা রানী সাহা বাদী হয়ে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে বুধবার সকালে ধুনট উপজেলার দিঘলকান্দি গ্রামের ইছমতি নদী দিয়ে এক ব্যক্তির লাশ ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে পুলিশে খবর দেয়। পরে নিহতের ছোট ভাই স্কুলশিক্ষক দিপক কুমার সাহা লাশটি শ্যামল সাহার বলে সনাক্ত করেন।
নিহতের স্ত্রী রিনা রানী সাহা বলেন, আমার স্বামী নিখোঁজের পর মোবাইল ফোনে অপহরণকারীরা আমার নিকট ১৫ লাখ টাকা মুক্তিপন দাবী করেন। কিন্ত আর্থিক সংকটের কারনে আমার পক্ষে তাদের দাবীকৃত টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। এতে অপহরণকারীরা ক্ষুব্ধ হয়ে আমার স্বামীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে। তবে আমার স্বামী অপহরনের পরের দিনে কাজিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুকুল ইসলাম জানান, নিহতের পরিচয় সনাক্তের পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় কাজিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামী ইয়াছিন আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে এ ঘটনার সাথে নিহতের আরো এক ঘনিষ্ট বন্ধু জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।