
সেবা ডেস্ক: গুজব ছড়িয়ে জনগনের মনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে মো. দিদারুল ইসলাম দিদার নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে র্যাব। দিদারকে নোয়াখালীর সুদারাম থানার উত্তর ফকিপুর এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী, পদ্মা সেতু, ছেলেধরা ও ধর্মীয়সহ বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটানোর অভিযোগ রয়েছে। এ সময় তার ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
আটক দিদার ওই একই এলাকার সামছুল আলমের ছেলে। তিনি নোয়াখালীর দারুল ইসলাম মডেল মাদরাসার সহকারী শিক্ষক ও এক সময় জামায়াতের কর্মী ছিলেন।
সোমবার দুপুরে লক্ষ্মীপুর র্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র্যাবের কোম্পানি অধিনায়ক এসপি নরেশ চাকমা।
সংবাদ সম্মেলনে এসপি নরেশ চাকমা জানান, সম্প্রতি বিভিন্ন ধরণের গুজব ছড়িয়ে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়েছে একটি বিশেষ মহল। এরই ধারাবাহিকতায় আতঙ্ক সৃষ্টি করতে সাধারণ মানুষকে ছেলেধরা বলে গণপিটুনি দেয়া হচ্ছে। এ বিষয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে মানুষ, সরকার ও আইনশৃংঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করছেন তারা। এ ধরণের গুজব সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী ও সামাজকি যোগাযোগ মাধ্যমে নজরধারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
এর ধারাবাহিকতায় র্যাব-১১ এক বিশেষ অভিযানে মাদরাসা শিক্ষক দিদাদরকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে বিভ্রান্তিমূলক ছবি, ভিডিও ও তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচারসহ ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা ও বিদ্বেষপূর্ণ স্ট্যাটাস দিয়ে গুজব রটিয়ে আসছিল।
তার ব্যবহৃত ‘MD Didar Ull Islam’ নামে ফেসবুক পেজ থেকে ক্রমাগত মিথ্যা বিভ্রান্তমূলক তথ্য ও প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে ফেসবুকে উদ্দেশ্য প্রণোদিতভাবে স্ট্যাটাস দিয়ে আসছিল। এসব ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হয়। মো. দিদারুল ইসলাম দিদাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।