ডিম রক্ষায় ট্রাক্টর থামিয়ে দিলো মা পাখি!

S M Ashraful Azom
0
ডিম রক্ষায় ট্রাক্টর থামিয়ে দিলো মা পাখি!
সেবা ডেস্ক: এ জগতে আপন বলতে মা-ই সন্তানের সবচেয়ে বড় আপন। মা তার ভবিষ্যত সন্তানের দিকে মুখিয়ে থাকে। জীবন বাজি রেখে জন্ম দেন সন্তান। আগলে রাখেন জীবনভর। শুধু মানুষই নয়, মায়ের ভূমিকা প্রায়ই অন্য প্রাণিদের ক্ষেত্রেও দেখা যায়।

এরকমই এক বিরল ঘটনার জন্ম দিলো একটি ছোট্ট পাখি। ক্ষেতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন এক কৃষক। হঠাৎ ছোট্ট একটা পাখি পথ আগলে দাঁড়ায় তার, কিছুতেই সামনে এগোতে দেবে না। একটু খেয়াল করতেই বুঝলেন আসল ঘটনা।

ক্ষেতের মধ্যে ডিমে তা দিচ্ছিল ওই মা পাখিটি। এ কারণে, ওই পথে ট্রাক্টর আসতে দেখে ডানা মেলে পথ আগলে দাঁড়ায় সে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে এ ভিডিওটি।

সম্প্রতি চীনের ইউলানকাব শহরে ঘটেছে এ ঘটনা।

ওই কৃষক পাখিটিকে দেখে শুধু ট্রাক্টরই থামাননি। গরমের কথা চিন্তা করে, তার বাসার কাছে গর্ত খুঁড়ে পানির বোতলও বসিয়ে দিয়েছেন তিনি।

টুইটারে ভিডিওটি প্রায় ৩১ হাজারবার দেখা হয়েছে। রিটুইট করেছেন শত শত মানুষ।




 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top