
সেবা ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতে যেতে বাংলাদেশের ইচ্ছুক যাত্রীদের সুবিধার জন্য বেনাপোল-ঢাকা রুটে চালু হচ্ছে ননস্টপ ট্রেন। ঈদ-উল-আজহার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রেনটির উদ্বোধন করবেন বলে জানা গেছে।
মোট ৯০০টি আসন বিশিষ্ট এই ট্রেনটিতে থাকবে ১২টি কোচ। আধুনিকমানের এই কোচগুলো ইন্দোনেশিয়া থেকে আনা হয়েছে। ঢাকা থেকে মাত্র সাড়ে সাত ঘণ্টায় ট্রেনটি বেনাপোল পৌঁছবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এরই মধ্যে নতুন রুটের জন্য একটি ট্রেনের ট্রায়াল শেষ হয়েছে। বুধবার (২৬ জুন) ১৭টি ব্রডগেজ কোচ দিয়ে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও পর্যন্ত ৮০ কিলোমিটার গতিতে ট্রেনটির ট্রায়াল সম্পন্ন হয় বলে জানিয়েছেন রেলওয়ের (পশ্চিমাঞ্চল) একজন প্রকৌশলী।
বেনাপোলের স্টেশন মাস্টার মহম্মদ সাইদুজামান জানান, আগামী ২৫ জুলাই ট্রেনটি উদ্বোধন করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেই অনুযায়ী কাজ চলছে। যাত্রীদের বিশ্রামের জন্য বেনাপোল স্টেশনে থাকা এসি ওয়েটিং রুমটিকে সংস্কার করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এই ট্রেনটির নামকরণ করা হয়নি। প্রাথমিকভাবে তিনটি নাম ঠিক করা হয়েছে বেনাপোল এক্সপ্রেস, বন্দর এক্সপ্রেস ও ইছামতী এক্সপ্রেস। এর মধ্যে যে কোনো একটি নাম বেছে নেবেন প্রধানমন্ত্রী।
রেলওয়ে সূত্রে জানিয়েছে, রাত সাড়ে ১২টার সময় ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে। আর পরেরদিন সকাল আটটার সময় বেনাপোল পৌঁছবে। ফের বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনটি।
প্রাথমিকভাবে আধুনিক সুবিধাসম্পন্ন এই ট্রেনটির নন এসি চেয়ার কারের ভাড়া ৫০০ টাকা ও এসি-র হাজার টাকা। আর এসি কেবিনের ভাড়া ১ হাজার ২০০ টাকা। এছাড়া ননস্টপ সার্ভিসের জন্য অতিরিক্ত ১০ শতাংশ।
ঢাকার সঙ্গে বেনাপোলের সরাসরি রেল যোগাযোগ চালু হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পাসপোর্ট যাত্রী যাতায়াতে ব্যাপক সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্টযাত্রী যাতায়াত করেন। এই যাত্রীদের বেশির ভাগ আসেন ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সংকট এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানামুখী হয়রানির শিকার হন। ট্রেনটি চালু হলে সেই ভোগান্তি লাঘব হবে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ঢাকা-বেনাপোল রুটে রেল চালু হলে শুধু বেনাপোল নয়, গোটা দেশ এগিয়ে যাবে। ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কমার্সের আমদানি-রফতানি সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, এ মাসেই বেনাপোল-ঢাকা রুটে সরাসরি ট্রেন চালুর মধ্য দিয়ে আমাদের স্বপ্ন সার্থক হবে।
আগামী ঈদের আগেই বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে ৩৮তম এই আন্তঃনগর ট্রেনটি। গত ঈদের আগে সর্বশেষ যোগ হয় পঞ্চগড়গামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’। এর আগে ঢাকা-রাজশাহী রুটে চালু হয় ‘বনলতা এক্সপ্রেস।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।