
সেবা ডেস্ক: ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন ও কার্যকরী ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে কড়া নির্দেশ দিয়েছেন। লন্ডন থেকে দেশের ডেঙ্গু পরিস্থিতির সব খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী।
আজ রবিবার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, ডেঙ্গুকে সহজভাবে নিচ্ছে না সরকার। এটি প্রতিরোধে সম্ভাব্য সব চেষ্টা সরকার করবে।’
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।