গলাকাটা গুজব ছড়িয়ে হত্যা করার পরিকল্পনা, আটক ৪

S M Ashraful Azom
0
Rumor rumors plan to kill, detained 5
সেবা ডেস্ক: রাজশাহীর সৌদি প্রবাসী এক নারীর স্বামীকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার নাম করে হত্যা চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  ওই নারীর স্বামী কাঞ্চনকে তারা বাগেরহাট থেকে রাজশাহীতে নিয়ে এসে গলাকেটে হত্যা করে গলাকাটা গুজব ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

রোববার (২৮ জুলাই) দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. শহীদুল্লাহ। কাঞ্চন শিকদার বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গোড়ফা গ্রামের জালাল শিকদারের ছেলে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার গোড়ফা গ্রামের রবিউল শেখের ছেলে রাসেল শেখ (২৪), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার হাসেম আলীর ছেলে সজীব (১৯), নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার আলীগঞ্জ গ্রামের পারভেজ ওরফে মোশারফের ছেলে কাউসার (২০) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার নলুয়াবাগি গ্রামের মজিব মৃধার ছেলে মিরাজ হোসেন (১৯)। গ্রেফতারকৃতরা পরস্পরের বন্ধু। তারা সবাই ‘এলিট সিকিউরিটি ফোর্স’ নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার নিরাপত্তা কর্মী। এদের মধ্যে রাসেল শেখ নিজেকে কাঞ্চন শিকদারের প্রবাসী স্ত্রী তানিয়ার প্রেমিক বলে দাবি করেছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ জানান, বাগেরহাটের গোড়ফা গ্রামের কাঞ্চন শিকদারের সাথে একই এলাকার তানিয়ার বিয়ে হয় ৫ বছর আগে। দেড় বছর আগে তানিয়া সৌদি আরবে চলে যায়। সেখানে তিনি বিউটি পারলারে চাকরি করেন। সৌদি আরবে যাবার আগে একই এলাকার রাসেল তানিয়ার সব কাগজপত্র ঠিকঠাক করে দেয়। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সৌদি আরব থেকেও মোবাইল ফোনে নিয়মিত রাসেলের সাথে যোগাযোগ হতো তানিয়ার। এক পর্যায়ে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তানিয়ার দেশে ফেরার আগেই বিয়ের পথ পরিস্কার করতে কাঞ্চনকে হত্যার পরিকল্পনা করে তারা। এজন্য সৌদি আরব থেকে সে ২০ হাজার টাকা অগ্রিম রাসেলের কাছে পাঠিয়ে দেয়। এরপর স্ত্রীর কাছে কাঞ্চনকে পাঠানোর জন্য পাসপোর্ট করে দেওয়ার কথা বলে রাসেল ও তার তিন বন্ধু দুই দিন আগে কাঞ্চনকে রাজশাহীতে নিয়ে আসে। কিন্তু পুলিশের তৎপরতায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top