
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, গুজব বন্ধে সামাজিক সচেতেনতা প্রয়োজন। যারা পদ্মা সেতু চায়না তারাই এসব ছেলেধরা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। আওয়ামী লীগ সরকার এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। আপনাদের সন্তানকে নির্বিঘেœ বিদ্যালয়ে পাঠান। গুজব ছড়িয়ে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন।
রোববার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় ডেঙ্গু ও ছেলেধরা গুজব প্রতিরোধে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ডেঙ্গু রোগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। দেশে এখন ডেঙ্গু রোগের উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আপনারা নিজেদের ঘরবাড়ি পরিস্কার পরিচ্ছন্ন রাখুন।
ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিআইএম নূরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজনীল নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর আল আমিন তরফদার, ভরনশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, ধুনট সরকরি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুলতান মাহমুদ, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, শিক্ষক আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, ওয়াজেদুর রহমান বাবুল, সুপ্রিয়া রানী চন্দ্র, অভিভাবক জেছমিন খানম ও রিয়া সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা ছেলেধরা গুজবে এবং ডেঙ্গু বিষয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন। অন্যদিকে ধুনট উপজেলার আরো ২০০টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ডেঙ্গু ও গুজব প্রতিরোধ শীর্ষক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।