মা মেয়ের মুখ চেপে ধরত, বাবা ধর্ষণ করত

S M Ashraful Azom
0
মা মেয়ের মুখ চেপে ধরত, বাবা ধর্ষণ করত
সেবা ডেস্ক:  খাগড়াছড়ি জেলার রামগড়ে বাবার দ্বারা ধর্ষিত হয়েছে এক মাদ্রাসা ছাত্রী। অভিযোগ উঠেছে মায়ের সহযোগিতায় এই ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছে ওই বাবা।

স্থানীয়রা গত বৃহস্পতিবার রাতে মা ও মেয়েকে থানায় নিয়ে গেলে পুলিশের কাছে বাবার যৌ-ন নি-র্যাতনের বর্ণনা দেয় ওই ছাত্রী। এ সময় সে জানায় ধ-র্ষণ করতে বাবাকে সহযোগিতা করত তারই মা।

মেয়েটি জানায়, তার বাবা গত ২ জুলাই রাতে প্রথমবার তাকে ধ-র্ষণ করে। একইভাবে আরও ২/৩ বার ধ-র্ষিত হয় সে। বাবার পা ধরেও নিজেকে বাঁচাতে পারেনি মেয়েটি।

সবশেষ গত ১২ জুলাই গভীর রাতে ছোট ভাই বোনদের নিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে আবারও ধ-র্ষণ করতে গেলে সে তার বাবাকে বলে, কাল আমার কোরআন মজিদ পরীক্ষা। আমার সঙ্গে এসব না করে বি-ষ খাইয়ে মে-রে ফেলেন। কিন্তু এতেও মন গলেনি বাবা নামধারী ওই পাষ-ণ্ডের।

মেয়েটি জানায়, সে চিৎকার করতে চাইলে মা তার মুখ চেপে ধরত। ধ-র্ষণের কথা প্রকাশ করলে তার গলা টিপে হ-ত্যার পর লা-শ বস্তায় ভরে মাটিতে পুঁতে ফেলারও হুম-কি দিত তার বাবা।

মেয়েটি আরও জানায়, ঘটনাটি প্রথমে তার দাদীকে বলে। কিন্তু দাদী কোনো পদক্ষেপ না নেয়ায় গত ১৪ জুলাই তার চাচাকে জানায় বিষয়টি।

স্থানীয় ইউপি মেম্বার মো. আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার মেয়েটির চাচার কাছ থেকে বিষয়টি জানার পর তারা মেয়ের মুখে অভিযোগটি শোনেন। পরে রাত সাড়ে ৯টার দিকে মেয়ে ও তার মাকে থানায় নিয়ে আসেন তারা।

রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, মেয়ে ও তার মাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা-বাদ করা হয়েছে। মেয়েটি একাধিকবার ধ-র্ষিত হওয়ার অভিযোগ করেছে এবং তার মাও বিষয়টি স্বীকার করেছেন।

তিনি আরও বলেন, ধ-র্ষক বাবাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top