
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় বিশ্বহরিগাছা অর্নিবান সমিতির কার্যালয়সহ জায়গা বেদখল ও মালামাল লুটতরাজের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অর্নিবান সমিতির নামে জমি দাতার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বাদী পক্ষের আইনজীবি ও অত্র সমিতির সভাপতি আল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা অর্নিবান সমিতি ১৯৬৮ সালে স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠার পর ১৯৭৫ সালে বিশ্বহরিগাছা গ্রামের ইব্রাহীম হোসেন সরকার সমিতির নামে ৪ শতক জমি সেটেলমেন্ট দলিল (নং ৯২২৬) করে দেন। ২০০১ সালের ১৯ জুন অর্নিবান সমিতি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন (নং৭০৭) নিয়েছে। বিশ্বহরিগাছা বাজার এলাকায় টিনের তৈরী ঘরে সমিতির কার্যক্রম পরিচালনা করা হয়। সমিতির সদস্য সংখ্যা ৩০ জন।
ওই সমিতির নামে জমি দাতা ইব্রাহীম হোসেন প্রায় ৪ বছর আগে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার ছেলে বাবু মিয়া ও তার লোকজন সমিতির জায়গা দখলের চেষ্টা করে। এ অবস্থায় ১৫ জুলাই বিকলে ৫টার দিকে জমি দাতার ছেলে ও তার লোকজন সমিতির কার্যালয়সহ ৪ শতক জায়গা বেদখল করেছে। সমিতির পুরো জায়গা টিনের বেড়া দিয়ে সীমানা নির্ধারন করে তার ভেতরে একটি ঘর উত্তোল করেছে। এছাড়া সমিতির কার্যালয়ে রক্ষিত প্রায় ৫২ হাজার টাকার মালামাল লুট করে নিয়েছে।
এ ঘটনায় অর্নিবান সমিতির বার্তা সম্পাদক বিশ্বহরিগাছা গ্রামের রিয়াজ উদ্দিন ফকিরের ছেলে আমজাদ হোসেন বাদী ১৮ জুলাই বগুড়া আদালতে মামলা দায়ের (নং ১৩৯/১৯) করেছে। মামলায় ইব্রাহীম হোসেনের ছেলে বাবু মিয়াসহ ৮জনকে আসামী করা হয়েছে।
বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এদিকে আদালতে মামলা দায়েরের পর আসামীরা বাদীকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
এ বিষয়ে জানতে চাইলে বাবু মিয়া বলেন, সেটেলমেন্ট দলিলের শর্ত মোতাবেক সমিতির কার্যক্রম না থাকায় দাতা পুনরায় ওই জমির মালিক হয়েছেন। তাই পৈত্রিক সূত্রে ওই জমি দখলে নিয়ে বাড়ি করেছি। তবে এ ঘটনায় দায়েরকৃত মামলার বাদীকে কোন প্রকার ভয়ভীতি প্রদর্শন করা হয়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।