
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আজকের খুদে ফুটবল খেলোয়াড়রা আগামী দিনে তারকা হয়ে গড়ে উঠবে। এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। খেলাধুলার মধ্য দিয়ে শিশুদের যেমন মানসিক শক্তি গড়ে উঠবে তেমনি শারীরিকভাবে তারা সুস্থ হবে, শৃঙ্খলাবোধ শিখবে, অধ্যবসায় শিখবে, দায়িত্ব জ্ঞানবোধ তাদের মাঝে জাগ্রত হবে এবং সহনশীলতা শিক্ষা পাবে। সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছে।
গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ এবং ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম, ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাকসুদার রহমান, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, মোমিনুল হক, আরিফুর রহমান, রঞ্জন কুমার, বিপ্লব কুমার দেবনাথ, অরুন কুমার দেবনাথ, শিক্ষক শফিকুল ইসলাম, আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমুখ।
উল্লেখ্য ধুনট উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল ধামাচামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দল মহিশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।