ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাং গ্রুপের ২২ জন আটক

S M Ashraful Azom
0
Twenty-two detainees of a youth gang were arrested in Mohammadpur, Dhaka
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের ২২ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার রাতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ডিসি আনিসুর রহমান।

তিনি জানান, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় গ্যাং গ্রুপ তৈরি করে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিল তারা। আটক ২২ জনের মধ্যে অনেকের বিরুদ্ধেই মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

ডিসি আনিসুর রহমান বলেন, আটকদের মধ্যে আমরা আটজনকে শনাক্ত করেছি, তারা হলেন- শাকিল, অভিক, ডি কে সানি, জিসান, হৃদয়, নাঈম, মানিক ও মীম। এই আটজনের সবাই গ্যাং গ্রুপ ‘লারা দে’ ও ‘লেভেল হাই’ গ্যাং গ্রুপের সদস্য। তারা এলাকায় গ্যাং কালচারের নামে আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন অপকর্মে নেতৃত্ব দিয়ে আসছিলো।

আটকদের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top