ধুনটে ৬ গ্রাম আলোকিত

S M Ashraful Azom
0
6 grams of dust is illuminated
ধুনট প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলায় ৬টি গ্রামের ১হাজার ২টি নতুন সংযোগে গ্রাম বিদ্যুতায়নের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল ৫টায় নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী সিনিয়র মাদ্রাসা মাঠে বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।

নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজমল হকের সভাপতিত্বে বিদ্যুতায়নের অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মহসিন আলম, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল কুদ্দুস, শেরপুর কার্যালয়ের ডিজিএম ফোকরুল আলম, ধুনট কার্যালয়ের এজিএম বিজয় চন্দ্র কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সদস্য আতাহার আলী, নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।

উল্লেখ্য, নিমগাছী ও ভান্ডরবাড়ী ইউনিয়নের ৮টি গ্রামে ২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ১৮ কিলোমিটার নতুন লাইনের মাধ্যমে ১ হাজার ২৫টি বিদ্যুৎ সংযোগ সুবিধা সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে ১হাজার ২টি সংযোগে আনুষ্ঠানিক ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলো।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top