ডেঙ্গু প্রতিরোধে আনসার ও ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান

S M Ashraful Azom
0
Ansar and VDP cleanup campaign to prevent dengue
সেবা ডেস্ক: ডেঙ্গু জ্বর প্রতিরোধে মশক নিধনে পাঁচ দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে আনসার ও ভিডিপি বাহিনী।
আজ মঙ্গলবার ভোর থেকে রোববার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হবে। প্রয়োজন অনুসারে এ সময় আরো বাড়তে পারে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপ-মহা পরিচালক কর্ণেল মোঃ কামাল মামুন এবং উপ-মহা পরিচালক মাহবুব উল ইসলাম বিশেষ উপদেষ্টা হিসেবে এ কার্যক্রম চালাবেন।

বিজ্ঞপ্তিতে, ডেঙ্গুর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হয়ে সব কর্মকর্তা-কর্মচারী ও ভিডিপি সদস্যদের যার যার অবস্থান থেকে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা এবং অন্যদের মশক নিধক কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করার নির্দেশও দেয়া হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top