
জহুরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের লংকার চর গ্রামের বন্যার্তদের মাঝে আরপাস ইয়ুথ ক্লাবের সৌজন্যে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়।
উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আরপাসের সভাপতি মোঃ জি.এম রুবেল ও অন্যান্য সদস্যবৃন্দ।
আরপাস ইউথ ক্লাবের সভাপতি জি এম রুবেল বলেন, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
এছাড়াও উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউ পি সদস্য মোঃ মতিউর রহমান, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা নুরনবী সরকার, বাংলাদেশ নকলনবিশ এসোসিয়েশান ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক ও দক্ষিণ লংকার চর কম্পিটিশনাল ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গ।
শুকনো খাদ্য সামগ্রী পেয়ে বানভাসি মানুষগুলো খুবই আনন্দিত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।