বাংলাদেশি-ব্রিটিশদের ভোটার তালিকায় নিবন্ধন ডিসেম্বরে

S M Ashraful Azom
0
বাংলাদেশি-ব্রিটিশদের ভোটার তালিকায় নিবন্ধন ডিসেম্বরে
সেবা ডেস্ক:  লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ নির্বাচন কমিশন আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশের ভোটার তালিকায় নিবন্ধনের পাইলট কার্যক্রম শুরু করছে। বুধবার বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সেখানে বলা হয়, যুক্তরাজ্যে সফররত বাংলাদেশ নির্বাচন কমিশন প্রতিনিধি দল গত রবিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত ওই মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। 

তিনি বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশে ভোটার তালিকায় নিবন্ধনের উদ্যোগ নেয়। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নেয়ার জন্য লন্ডন সফরে যান। 

হাইকমিশনার আরো বলেন, ভোটার তালিকায় নিবন্ধনসহ এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটার তালিকায় নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন। তিনি বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের অনলাইনে (www.nid.gov.bd) হালনাগাদ তালিকা প্রদানের জন্য বাংলাদেশ হাই কমিশন, স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতা, বিভিন্ন চেম্বার প্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন। 

তিনি বলেন, ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হওয়ার যোগ্য বাংলাদেশি-ব্রিটিশ নাগরিকদের ছবি তোলা, ফিঙ্গার প্রিন্ট (আঙুলের ছাপ) গ্রহণ ও অন্যান্য কার্যক্রম সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ডিসেম্বরে নির্বাচন কমিশনের একটি কারিগরি টিম যুক্তরাজ্য সফরে আসবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top