
সেবা ডেস্ক: বাংলাদেশী পুলিশ অফিসার MONUSCO শান্তিরক্ষী মিশনের কমিশনারের বিশেষ সহকারী নিযুক্ত
গত ১৬ জুলাই ২০১৯ পুলিশ পরিদর্শক রাম নারায়ণ সোম গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের জাতিসংঘ শান্তিরক্ষী মিশন UNITED NATIONS ORGANIZATION STABILIZATION MISSION IN THE DR CONGO (MONUSCO)-এর পুলিশ কমিশনারের বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। তিনি গত ১৬ জুলাই ২০১৯ এ পদের দায়িত্বভার গ্রহণ করেন। তার বর্তমান কর্মস্থল গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা শহরে।
উল্লেখ্য, তিনি গত ০৯ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি. হতে MONUSCO মিশনে Individual Police Officer (IPO) হিসেবে কর্মরত আছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।