হিলি সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী ঈদ শুভেচ্ছা বিনিময়

S M Ashraful Azom
0
Border guard exchanges Eid greetings with two countries on the border with Hilly
সেবা ডেস্ক: আজ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা।

সোমবার সকাল ১০টার দিকে সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শুন্যরেখায় হিলি আইসিপি ক্যাম্পের কমান্ডার আলতাফ হোসেন ভারতের পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক এসি ডিএস সান্ধুর হাতে ১০ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় বিএসএফের পক্ষেও বিজিবিকে পাঁচ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়। পরে দুই বাহিনীর সদস্যরা একে-অপরে কুশল বিনিময় করেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার আলতাফ হোসেন জানান ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা প্রতিবেশি সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যদের সঙ্গে মিষ্টি বিনিময় করেছি। আমাদের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ধরে রাখতে বিভিন্ন উৎসব ও দিবসগুলোতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।

এসময় সেখানে বিজিবির সুবেদার চাঁন মিয়া ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার জগদীশপ্রসাদসহ দুই বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top