
রফিকুল আলম,ধুনট : ঢাকায় অবস্থান কর্মসূচি পালনকালে বগুড়ার ধুনট পৌরসভার কর্মচারী আব্দুল মান্নান (৪৯) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তিনি বগুড়া শহরের শামছুন নাহার ক্লিনিকে চিকিৎসসাধীন রয়েছে।
আব্দুল মান্নান ধুনট পৌর এলাকার আদর্শ পাড়ার বাসিন্দা। তিনি ধুনট পৌরসভার সার্ভিস এ্যাসোশিয়শনের সভাপতি। সরকারি কোষাগার থেকে বেতন ভাতার দাবীতে টানা ১৮দিন ধরে দেশের অন্যান্য পৌরসভার কর্মকর্তার/কর্মচারীদের সাথে তিনিও ঢাকা প্রেসক্লাবের সামনে বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহন করেন। সেখানে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে আব্দুল মান্নান বলেন, ঢাকায় অবস্থান কর্মসূচি পালনকালে মঙ্গলবার দিন জ্বরে আক্রান্ত হই। প্রথমে মনে করেছিলাম ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছি। কিন্ত প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমায় বৃহস্পতিবার বগুড়া শহরের শামছুন নাহার ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করি। পরীক্ষা-নীরিক্ষায় ডেঙ্গু জ্বর সনাক্ত হওয়ায় এখানেই চিকিৎসা নিচ্ছি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।