ডেঙ্গু সামলাতে ঢাকা মেডিকেল কলেজ সর্বোচ্চ প্রস্তুতি: পরিচালক

S M Ashraful Azom
0
Dhaka Medical College Maximum Preparation for Dengue Handling: Director
সেবা ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন আজ রোববার দুপুরে হাসপাতালের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে বলেছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ রোগ সামলাতে ঢামেক হাসপাতালের সর্বোচ্চ প্রস্তুতি আছে।

ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু রোগ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি আছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজনে ঢাকা মেডিকেল সংলগ্ন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ১ হাজার আসনে রোগী ভর্তির ব্যবস্থা করা হবে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী আছে। এরইমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। ফলে দেশের সব জায়গায় ডেঙ্গুর চিকিৎসা মিলবে।

তিনি বলেন, আতঙ্কের কারণে শরীর হালকা গরম হলেও অনেকে হাসপাতালে ডেঙ্গুর পরীক্ষা করতে আসছেন। ফলে জনবল, শ্রম যাচ্ছে অযৌক্তিক কাজে। কারও শরীর ব্যথা করলেই হাসপাতালে ছুটে আসছেন। কিন্তু অনেকে ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তাদের ডেঙ্গু হয়নি।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top