
রফিকুল আলম, ধুনট : বগুড়ার ধুনট পৌরসভার প্রয়াত উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এমদাদুল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ধুনট পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহজাহান আলী, কাউন্সিলর রনজু মল্লিক, সহকারী প্রকৌশলী আবু হাসান ভূঞা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনামুল হক দোলন, সাধারণ সম্পাদক খলিলূর রহমান, সহসভাপতি মাহমুদুল ইসলাম টুকু, জহুরুল মল্লিক, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক স¤্রাট আকবর, প্রচার সম্পাদক আব্দুল বাছেদ ও অর্থ সম্পাদক রমজান আলীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য আলোচনা সভা শেষে প্রয়াত প্রকৌশলীর বিদেহী আত্মার মাগফেরাত ও ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহের রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।