
রফিকুল আলম,ধুনট : বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় জামায়াতের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার নিমগাছি ইউনিয়নের নাদিয়ারপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে শাহজাহান আলী (৭০)। তিনি নিমগাছি ইউনিয়ন জামায়াতের পূর্ব অংশের আমীর।
এছাড়া একই এলাকার ফরিদপুর গ্রামের মোন্তেজার রহমানের ছেলে কামরুজ্জামান রাকিব (৩৭)। তিনি নিমগাছি ইউনিয়ন জামায়াতের পশ্চিম অংশের আমীর। শনিবার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালে বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনকালে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় নাশকতার কর্মকান্ডে অংশ নিয়েছিল গ্রেপ্তারকৃত ২ নেতা। এসময় বাধা দিয়ে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এছাড়া জামায়াতের নেতাকর্মীদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাভুক্ত আসামী হিসেবে শাহজাহান আলী ও কামরুজ্জামানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী জামায়াতের দুই নেতা শাহজাহান আলী ও কামরুজ্জামানকে শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।