ইউএনও’র আর্থিক সহায়তায় অপারেশন হলো শিশু আয়শার

S M Ashraful Azom
0
UNO's financial aid operation is the Children's Aid
সেবা ডেস্ক: বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার দেওয়ান তাজুল ইসলামের আর্থিক সহযোগীতায় গতকাল শুক্রবার ভারতের চেন্নায়ের একটি হাসপাতালে সম্পন্ন হয়েছে শিশু আয়শার চোখের অপারেশন।

উল্লেখ্য, গত ১০ জুলাই বকশীগঞ্জে অসহায় ছোট্ট শিশু বুশরা আক্তার আয়শার (১০) চিকিৎসার দায়িত্ব নেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ১০ জুলাই বুধবার দুপুরে আয়শা ও তার বাবা দরিদ্র সিএনজি চালক চানঁ মিয়াকে ডেকে নিয়ে বিস্তারিত জেনে সু-চিকিৎসার জন্য দ্রুত সময়ের মধ্যে আয়শাকে ভারতের চেন্নাই হাসপাতালে পাঠিয়ে অপারেশনের ব্যবস্থার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন: শিশু আয়শার চিকিৎসায় আর্থিক সহায়ত দিলেন ইউএনও


ওই সময় মাদ্রাসা ছাত্রী আয়শার পাশে দাড়াতে সমাজের বিত্তবানদের প্রতিও আহবান জানান ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। ইউএনও’র আশ্বাসে আবেগ আপ্লুত হয়ে পড়েন আয়শার দরিদ্র বাবা চানঁ মিয়া।


ইউএনও’র পাওয়া আশ্বাস পেয়ে চলে যান শিশু আয়শার পিতা এবং গত ২৪ জুলাই বুধবার বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার কার্যালয়ে শিশু আয়েশার চোখের চিকিৎসার জন্য মানবিক সহায়তা হিসেবে ৮১ হাজার ৭শত টাকা শিশু আয়েশার নিকট হস্তান্তর করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার দেওয়ান তাজুল ইসলাম। এ সময় শিশুটির বাবা আব্দুর রাজ্জাক চাঁন মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। ছোট্ট শিশুটির চিকিৎসার মানবিক আবেদনে যারা সাড়া দিয়েছেন ইউএনও তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।



জানা যায়,বকশীগঞ্জ পৌরশহরের বাসিন্দা সিএনজি চালক আবদুর রাজ্জাক ওরফে চানঁ মিয়ার ১০ বছর বয়সী মেয়ে বুশরা আক্তার আয়শা। সে স্থানীয় একটি মাদ্রাসায় ২য় শ্রেনীতে পড়ে। আয়শার বয়স যখন ৭ বছর তখন তার বাম চোখের সমস্যা দেখা দেয়। চোখটি ফুলে অনেক বড় হয়ে গেছে। যে কারনে সে ঠিকমত ঘুমাতে পারেনা।

আরও পড়ুন : বকশীগঞ্জে শিশু আয়শার চিকিৎসা করাবেন ইউএনও

তখন থেকেই অতিকষ্টে দ্বারদেনা করে মেয়ের চিকিৎসা করিয়ে আসছে দরিদ্র পিতা চাঁন মিয়া। জামালপুর-ময়মনসিংহ-ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মেয়েকে নিয়ে চিকিৎসা করিয়েছেন। কিন্তু কোন লাভ হয়নি। সবশেষ চলতি মাসে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে শিশু আয়শাকে নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য।


পরীক্ষা নিরীক্ষা শেষে সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন আয়শার চোখের অপারেশন করতে হবে। অপারেশন করতে ও যাবতীয় খরচসহ প্রায় ৮০ হাজার টাকা লাগবে। কিন্তু দরিদ্র সিএনজি চালক চানঁ মিয়ার পক্ষে ৮০ হাজার টাকা যোগাড় করা অসম্ভব। তাই অপারেশন না করিয়ে দেশে ফিরে এসেছেন। বর্তমানে মেয়েটি চোখের যন্ত্রনায় অতিকষ্টে দিনাতিপাত করছে। তাই নিরুপায় হয়ে মেয়ের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়েছেন তিনি। উপজেলা নির্বাহী অফিসারের সহযোগীতায় স্বাভাবিক জীবন ফিরে পাবে ফুটফুটে শিশু আয়শা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top