
রফিকুল আলম,ধুনট: বগুড়ার ধুনট উপজেলায় প্রেমে সাড়া না পেয়ে স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে পাটক্ষেতের ভেতর শ্লীলতাহানির চেষ্টা করে মিঠু মন্ডল (৩০) নামে এক বখাটে কৃষক।
মিঠু মন্ডল উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে। কৃষক মিঠু মন্ডলের বিরুদ্ধে বুধবার মধ্যরাতে থানায় মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বখাটে মিঠু মন্ডলকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর গ্রামের এক কিশোরী সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। প্রায় এক বছর ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় কৃষক মিঠু মন্ডল। কিন্ত কৃষকের প্রেমে সাড়া দেয়নি মেয়েটি।
এ কারনে স্কুলে যাতায়াতের পথে মিঠু মন্ডল মেয়েটিকে উত্যক্ত করে। মেয়েটির পক্ষ থেকে এ বিষয়টি মিঠুর মা-বাবাকে জাননো হয়। কিন্ত মিঠুর পরিবারের পক্ষ থেকে কোন বিচার পায়নি মেয়েটি। পরিবারের কাছে বিচার চাওয়ায় মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে ওঠে মিঠু।
মঙ্গলবার সকালের দিকে মিঠু মন্ডল নান্দিয়ারপাড়া গ্রামে ফাঁকা মাঠের ভেতর নিজের ক্ষেতের পাট কাটতে ছিল। এ অবস্থায় মেয়েটি স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে মিঠুর পাট ক্ষেতের পাশের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় মেয়েটিকে টেনেহেচড়ে পাট ক্ষেতের ভেতর নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় মিঠু মন্ডল।
তখন মেয়েটির চিৎকারে একই মাঠে কাজ করতে থাকা কয়েকজন কৃষক ঘটনাস্থলে পৌছলে মিঠু কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে বুধবার রাতে মিঠু মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে মিঠু পলাতক রয়েছে।
সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল ইসলাম বলেন, আসামীকে গ্রেপ্তারের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যালয়ে পৌঁছে গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেছে। এখন পরিবেশ মোটামুটি শান্ত রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মামলার আসামী মিঠু মন্ডলকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।