ধুনটে স্কুলছাত্রীকে শ্লিলতাহানীর চেষ্টা, কৃষক গ্রেপ্তার

S M Ashraful Azom
0
Dhunate schoolgirl tried to defraud, farmers arrested
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে পাটক্ষেতের ভেতর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগে মামলায় মিঠু মন্ডল (৩০) নামে এক বখাটে কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মিঠু মন্ডল উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।

রোববার সকাল ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার (৩১ জুলাই) মধ্যরাতে কৃষক মিঠু মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর গ্রামের এক প্রবাসির মেয়ে সোনাহাটা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। প্রায় এক বছর ধরে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় কৃষক মিঠু মন্ডল। কিন্ত কৃষকের প্রেমে সাড়া দেয়নি মেয়েটি।

এ কারনে স্কুলে যাতায়াতের পথে মিঠু মন্ডল মেয়েটিকে উত্যক্ত করে। মেয়েটির পক্ষ থেকে এ বিষয়টি মিঠুর মা-বাবাকে জানানো হয়। কিন্ত মিঠুর পরিবারের পক্ষ থেকে কোন বিচার পায়নি মেয়েটি। পরিবারের কাছে বিচার চাওয়ায় মেয়েটির উপর ক্ষুব্ধ হয়ে ওঠে মিঠু।

কৃষক মিঠু মন্ডল ৩০ জুলাই সকালের দিকে নান্দিয়ারপাড়া গ্রামে ফাঁকা মাঠের ভেতর নিজের ক্ষেতের পাট কাটতে ছিল। এ অবস্থায় মেয়েটি স্কুলের উদ্যেশে বাড়ি থেকে বের হয়ে মিঠুর পাট ক্ষেতের পাশের রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল। এ সময় মেয়েটিকে টেনেহেচড়ে পাট ক্ষেতের ভেতর নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে মিঠু মন্ডল।

তখন মেয়েটির চিৎকারে একই মাঠে কাজ করতে থাকা কয়েকজন কৃষক ঘটনাস্থলে পৌছলে মিঠু কৌশলে সটকে পড়ে। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে ৩১ জুলাই রাতে মিঠু মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ঘটনার পর থেকে মিঠু পলাতক ছিল।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, মিঠু মন্ডলকে শনিবার রাত ১২টার দিকে শেরপুর শহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top