যমুনার দূর্গম চরে প্রধানমন্ত্রীর উপহার পেল ১হাজার পরিবার

S M Ashraful Azom
0
The Prime Minister received the gift of 4,000 families in remote areas of Jamuna
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি :  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি’র পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও ত্রাণ পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী পেল জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গম চরের ১হাজার বন্যার্ত পরিবার।

বন্যা কবলিত যমুনার দূর্গম চর উপজেলার সাপধরী ইউনিয়নের শনিবার দিনব্যাপী চেঙ্গানিয়ার চর,কাশারীডোবা ও মন্ডলপাড়া গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে সংসদ সদস্য আলহাজ¦ ফরিদুল হক খান দুলাল,জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা,জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর, বিজিবি কর্নেল নজরুল ইসলাম, জামালপুর জেলা পুলিশ সুপার বাছির উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান,র‌্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি জুনাঈদ আফ্রাদ,ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া বন্যার্তদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন।

এ সময় ভাইস চেয়ারম্যান আ:খালেক বিএসসি,রোজিনা আক্তার চায়না,জেলা পরিষদ সদস্য আঃ রাজ্জাক রাল মিয়া,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্দে, মাকছুদুর রহমান আনছারী,সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও বেলগাছা ইউপি চেয়ারম্যান আ: মালেক,তথ্য সম্পাদক খোরশেদ আলম,সাবেক ছাত্রলীগ সভাপতি জিয়াউল হক,কাউন্সিলর মোহন মিয়া সহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা ছেলে ধরা নিয়ে গুজব,বাল্য বিবাহ মাদক,জুয়া বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করার আহবান জানান।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top