
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত, প্রান্ততিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বন্যা সহনশীল জাতের ধান ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রৌমারী উপজেলা হলরুমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) অর্থায়নে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম সংস্থার আয়োজনে রৌমারী ও রাজিবপুর উপজেলার ৭’শ ২০ জনকে বন্যায় ক্ষতিগ্রস্ত, প্রান্ততিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বন্যা সহনশীল জাতের বিনাধান-১১, বিনাধান-১৭, বিনাধান-২০ ও লাউ, সিম, বরবটি, লালশাক, পুইশাকের বীজ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, উপজেলা একাডেমী সুপারভাইজার মো. মোক্তার হোসেন, সিএসডিকে এনজিও’র সহকারী নির্বাহী পরিচালক আমির হোসেন, কৃষি উদ্যোক্তা মো. এরশাদুল হক মাস্টার, আনিছুর রহমান ছক্কু প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।