ঈদে মুখর নালিতাবাড়ীর বাইপাস সড়ক

S M Ashraful Azom
0
Eid mouth Nalitabari bypass road
সেবা ডেস্ক: ঈদ মানে খুশি, আনন্দ ও সারাদিন হৈ-হুল্লোড় আর দূরে কোথাও ঘুরে বেড়ানো। কিন্তু কেউ কেউ আবার দূরে কোথাও না গিয়ে কাছেই পেতে চান বিনোদন। যারা নদী আর সবুজকে ভালোবাসেন তারা বরাবরই ছুটে যান নদী ও সবুজ প্রকৃতির কাছে। তাই ঈদ এলেই শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিনোদন স্পট হয়ে উঠে বাইপাস সড়ক ও ব্রীজ। তার সাথে রয়েছে মনোরম পরিবেশের প্রাকৃতিক হাওয়া।

নালিতাবাড়ীর বাইপাস সড়কে রয়েছে মনোরম পরিবেশের ব্রীজ। দুই পাশে সবুজ ধান ক্ষেতের মাঝ দিয়ে চলে যাওয়া এ ব্রীজকে ঘিরে শুরু হয়েছে সব বয়সের মানুষের বিনোদন কেন্দ্রে। তাই স্থানীয় ও আশপাশের উপজেলার বিনোদন ও প্রকৃতি প্রেমীদের কাছে খুব প্রিয় এ বাইপাস ও বাইপাস ব্রীজ।

তাইতো ঈদসহ বিভিন্ন উৎসবে স্থানীয় বিনোদন পিয়াসীদের ভিড় বাড়ছে। ঈদের ছুটির প্রতিদিন বিকেলে রোদের তাপ কমতে শুরু করলেই উপজেলার বিভিন্ন স্থান থেকে আসতে থাকে হাজার হাজার মানুষ। বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি এ বাইপাস সড়ক ও ব্রীজ সংলগ্ন এলাকায় আগত দর্শনার্থীরা ঘুরে বেড়ান। মানুষকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে রকমারি ক্ষুদ্র ভ্রাম্যমান দোকান। দর্শনার্থীদের কাছে ঝালমুড়ি বিক্রি করে নিজের ভালো আয়ের কথা জানালেন স্থানীয় ঝালমুড়ি ব্যবসায়ী জামান।

এই ব্রীজে ঝালমুড়ি, ফুচকা, আইসক্রিমসহ নানান মুখরোচক খাবার ছাড়াও রয়েছে শিশুদের বিভিন্ন খেলা ও কসমেটিক্সের ভ্রাম্যমান দোকান। এসব দোকানে এই ঈদের ছুটিতে হাজার হাজার টাকা বিক্রিও হচ্ছে। ব্রীজের পাশেই রয়েছে দুপাশে সবুজ গাছ বিশিষ্ট আকা বাকা গ্রাম্য মাটির রাস্তা। এ রাস্তা দিয়ে হেটে বেরাচ্ছে প্রকৃতি প্রেমি মানুষ। উপভোগ করছে গ্রাম-বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। তাই তো অনেকেই বিকেল হলেই স্ত্রী-সন্তান, পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ নানা শ্রেণি-পেশার বিনোদন প্রেমীরা এখানে এসে আনন্দ আর হৈ-হুল্লোড় করেন। সুন্দর এই আনন্দঘন মুহূর্তকে স্মৃতিময় করে রাখতে অনেকেই ক্যামেরাবন্দী করছেন। আবার কেউবা মোবাইল ফোনের মাধ্যমে সেলফি তুলছেন। কেউবা আবার গলা ছেড়ে গাইছে গান।

রুমি জাহান নামে একজন জানান, তিনি ঢাকায় লেখাপড়া করেন। তাই এলাকায় খুব বেশি আসা হয় না। ঈদের ছুটিতে ঘুরতে বেড়িয়েছেন।

আবির নামে আরেক জন বলেন, প্রতি ঈদেই আমরা বন্ধুরা মিলে এখানে ঘুরতে আসি। খুব ভালো লাগে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top