হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি সংখ্যা দিন দিন কমে যাচ্ছে-স্বাস্থ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
The number of dengue patients in the hospital is decreasing day by day
সেবা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১২ আগস্ট থেকে ১৩ আগস্ট গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ১২০০, যা একদিন আগের ২৪ ঘন্টায় ছিল ২০৯৩। বর্তমানে সারাদেশের হাসপাতালে মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭৫৪৭ যা আগের দিন ছিল ৮০০৬। এ পর্যন্ত ডেঙ্গুতে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৪০।

 আজ ১৩ আগস্ট দিনব্যাপী রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী হাসপাতাল ও সিএমএইচ হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন শেষে তিনি এ তথ্য দেন।

 দেশের হাসপাতালগুলোতে রোগীসংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা কমে যাওয়ার বড় কারণ হচ্ছে দেশের সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া। পাশাপাশি পরিবারের সাথে ঈদ আনন্দ বাদ দিয়ে কর্মরত ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্ট সকলে যেভাবে রোগীদের সেবা করছেন তার জন্য স্বাস্থ্য খাতের সকলেই প্রশংসা পাওয়ার দাবীদার।

 স্বাস্থ্যমন্ত্রী কুর্মিটোলা ও কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে যেয়ে ডেঙ্গু সেলে চিকিৎসাধীন বিভিন্ন রোগীর সাথে কথা বলেন ও তাঁদের খোঁজ খবর নেন। তিনি রোগী ও স্বজনদের আতংকিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং যথাযথ চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

 স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এসময় উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top