ঈদের দিন হবে বৃষ্টি, থাকবে তাপমাত্রাও

S M Ashraful Azom
0
Eid will be rain, temperature will remain
সেবা ডেস্ক: রাত পোহলেই ঈদুল আজহা। দিনটি কেমন যাবে, বৃষ্টি হবে নাকি রোদ- এ বিষয়ে মুসল্লিদের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে ঈদের দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন রাজধানীতে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। সময় যত গড়াবে, বৃষ্টির ধরন পাল্টে মাঝারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

এছাড়া ঢাকার বাইরে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগেও ঈদের দিন বৃষ্টি হবে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া কর্মকর্তা আবুল কালাম মল্লিক জানান, বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু তেমন সক্রিয় না থাকলেও রোববার থেকে পরবর্তী তিন দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হবে।

পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার অন্যত্র ভারি বর্ষণও হতে পারে। তবে বৃষ্টি হলেও দুর্যোগের সম্ভাবনা নেই বললেও চলে। তাই নৌপথে চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। সমুদ্রপথেও কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

অন্যদিকে বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস বিদায় নিতে আর মাত্র তিন দিন বাকি। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি এরই মধ্যে দুর্বল হয়ে গেছে।

এদিকে আবহাওয়া অফিস দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানিয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। এই মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপেরও সম্ভাবনা রয়েছে। এটি নিম্নচাপে রূপ নিতে পারে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top