
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পাখিমারা এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম চালু করা হয়েছে।
গতকাল রোববার সকাল ১১ টায় ফায়ার সার্ভিস স্টেশনের চালুকরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী আবুুল কালাম আজাদ এমপি।

এ উপলক্ষে আলোচনা সভায় ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কোবাদ আলী, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন প্রমুখ।
এরপর দুপুরে বকশীগঞ্জ উপজেলা সরকারি গণগ্রন্থাগার উদ্বোধন করেন আবুল কালাম আজাদ এমপি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।