
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চলে জঙ্গীবাদ,জুয়া,মাদক,বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা বাহিনীর জটিকা সফর করেছেন। শনিবার দিনব্যাপী বেলগাছা ও সাপধরী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী বিতরনের মধ্যে দিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল। তিনি বলেছেন,রাস্তা ঘাট ব্রীজ তৈরীতে মানুষের রক্ত ও মাথা লাগেনা,তেমনি পদ্মা সেতু তৈরীতেও মানুষের রক্ত ও মাথার প্রয়োজন নেই এসব গুজব। তাই আমাদের এসব গুজবে কান না দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,জামালপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর, বিজিবি কর্নেল নজরুল ইসলাম, জামালপুর জেলা পুলিশ সুপার বাছির উদ্দিন ও র্যাব জামালপুরের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি জুনাঈদ আফ্রাদ,ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ রাজ্জাল লাল মিয়া, ভাইস চেয়ারম্যান আ:খালেক বিএসসি,রোজিনা আক্তার চায়না ,যুগ্ম সম্পাদক উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,মাকছুদুর রহমান আনছারী, চেয়ারম্যান আঃ মালেক,আঃ সালাম ও জয়নাল বিএসসি প্রমূখ । বক্তারা যমুনার দূর্গম চরে জঙ্গীবাদ,জুয়া,ডাকাতি,মাদক,বাল্যবিয়ে ও গুজব প্রতিরোধে সকলকে সজাগ থাকার আহবান জানান। যেকোন সমস্যায় আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ করেন।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের,ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।