কবিতা: আমিও তোমার মতো ভালবাসতে চাই- ওমর ফারুক

S M Ashraful Azom
0
I want to love you too - Omar Farooq
প্রতিটি রাত ভোর হয়
   কোমলতার সমীরণে
শিশির বিন্দু গুলিও বিলীন হয়
            সূর্যের প্রখর কিরণে
 
শুধু কাটেনা আমার অন্ধকার
    কাটেনা আমার ভয়।

আমি তো প্রবাল, দুর্নিবার ছুটে চলি তোমার প্রেমের পিছে

জানিনা তোমার কেমন ব্যকুলতা
       মনে হয় সবি মিছে

বুঝিনা কতটা আমার
তুমি ছুটছি কাহার পিছে।

হাতে নিয়ে (প্রেম) ভিক্ষার থালা
  কতবার গেলাম তোমার দুয়ারে
 তুমি তো নেই তোমার ঘরে
        সেখানে  ঝুলছে তালা
লজ্জা আমার? ভুলেই গিয়েছি
     সেটা আবার কি জিনিস?
দিয়ে দিয়েছি সেটা তোকে আগেই পারলে তা দিয়ে কিছু আবেগ,
কিছু ভালবাসা কিনিস।

এক আকাশ স্বপ্নে ঘর বুনেছি
         স্মৃতিতে দিয়ে চালা
তোমার কথা ভাবতে ভাবতেই
         কেটে যায় আমার বেলা।

তোমার মধ্যে এসব আবেগ বিন্দুমাত্র নেই
স্বভাবতই তোমায় নিয়ে ভাবনা আসেই
 আমার জন্য তোমার কাছে কি
           কোন ভালবাসাই নেই?

অবশেষে আমার মনেতে জেগেছে নতুন এক সখ তাই

তোমাকেও আমি তোমারী
        মতই ভালবাসতে চাই।।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top