
প্রতিটি রাত ভোর হয়
কোমলতার সমীরণে
শিশির বিন্দু গুলিও বিলীন হয়
সূর্যের প্রখর কিরণে
শুধু কাটেনা আমার অন্ধকার
কাটেনা আমার ভয়।
আমি তো প্রবাল, দুর্নিবার ছুটে চলি তোমার প্রেমের পিছে
জানিনা তোমার কেমন ব্যকুলতা
মনে হয় সবি মিছে
বুঝিনা কতটা আমার
তুমি ছুটছি কাহার পিছে।
হাতে নিয়ে (প্রেম) ভিক্ষার থালা
কতবার গেলাম তোমার দুয়ারে
তুমি তো নেই তোমার ঘরে
সেখানে ঝুলছে তালা
লজ্জা আমার? ভুলেই গিয়েছি
সেটা আবার কি জিনিস?
দিয়ে দিয়েছি সেটা তোকে আগেই পারলে তা দিয়ে কিছু আবেগ,
কিছু ভালবাসা কিনিস।
এক আকাশ স্বপ্নে ঘর বুনেছি
স্মৃতিতে দিয়ে চালা
তোমার কথা ভাবতে ভাবতেই
কেটে যায় আমার বেলা।
তোমার মধ্যে এসব আবেগ বিন্দুমাত্র নেই
স্বভাবতই তোমায় নিয়ে ভাবনা আসেই
আমার জন্য তোমার কাছে কি
কোন ভালবাসাই নেই?
অবশেষে আমার মনেতে জেগেছে নতুন এক সখ তাই
তোমাকেও আমি তোমারী
মতই ভালবাসতে চাই।।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।