
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: পদ্মা সেতু বানাতে মাথা লাগেনা,ইট,বালু,সিমেন্ট হলেই হয়। মাথা লাগে গুজব এটা অপপ্রচার। একটি কুচক্রি মহল দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষেই এই অপপ্রচার চালাচ্ছে।
জামালপুরের ইসলামপুরে জঙ্গীবাদ,মাদক,ইভটিজিং,জুয়া ও পদ্মা সেতুতে মাথা লাগে মর্মে ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া এসব কথা বলেন। তিনি আরো বলেন পদ্মা সেতু বানাতে মাথা যদি লাগতো ইসলামপুরেও অনেক, ব্রীজ,সেতু হয়েছে,সেগুলো তে মাথা লাগতো,এটা গুজব একটি কুচক্রি মহল অপপ্রচার চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। তাই ছেলেধরা গুজবে কান না দিয়ে কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে ০১৭৬৯৬৯২৮৯০ নম্বরে দ্রুত ফোন করে জানাতে অনুরোধ করেছ ।
এ সময় তিনি জঙ্গীবাদ, মাদক ও ইভটিজার অপরাধিদের ধরিয়ে দিতে আইনশৃঙাখলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান।
রবিবার দুপুরে উপজেলা বেলগাছা ইউনিয়নের বেলগাছা উচ্চ বিদ্যালয় এন্ড বিএম কলেজ মাঠে শিক্ষার্থীদের নিয়ে থানা পুলিশ আয়োজনে এতে অধ্যক্ষ মোস্তফা কামাল এতে বক্তব্য রাথেন। এতে ইউনিয়ন পরিষদের সদস্য,সূধীজনরা অংশ নেয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।