কাশ্মীরের মেয়েদের বউ বানিয়ে আনা যাবে: বিজেপির মুখ্যমন্ত্রী

S M Ashraful Azom
0
Kashmir girls can be spouse: BJP chief minister
সেবা ডেস্ক: বিজেপির মুখ্যমন্ত্রীর এক বক্তব্যেই শোরগোল শুরু হয়েছে ভারতজুড়ে। ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, কাশ্মীর থেকে মেয়ে আনা যাবে। তাদেরকে বাড়ির বউ করে আনতে সুবিধা হবে।

কাশ্মীরে আর্টিকেল ৩৭০ বিলুপ্ত করার ফলে কী সুবিধা হলো তা বোঝাতে গিয়ে গত শুক্রবার হরিয়ানার ফতেহাবাদে ‘মেয়ে বাঁচাও’ কর্মসূচিতে খট্টর এই মন্তব্য করে বসেন। তার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মনোহর লাল খট্টর তার বক্তব্যে বলেছেন, হরিয়ানায় কন্যাসন্তান জন্মের হার খুবই কম। সরকার বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি চালু করেছে। যার জেরে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমার মন্ত্রী ও.পি. ধনখড় বলতেন, বিহার থেকে পুত্রবধূ আনতে হবে। তবে লোকে আজকাল বলছে, কাশ্মীরের রাস্তা খুলেছে। এবার কাশ্মীর থেকে মেয়ে আনতে পারব আমরা।

খট্টরের এই মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী টুইট করেছেন। তিনি লেখেন, আমরা যারা সরকারি পদে রয়েছি, তাদের জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের নিয়ে অশালীন মন্তব্য করা থেকে দূরে থাকা উচিত। এই ধরনের মন্তব্য শুধু জম্মু-কাশ্মীর নয়, গোটা দেশের জন্যই যন্ত্রণাদায়ক।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top