মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা

S M Ashraful Azom
0
Malaysia banned Zakir Naik's speech
সেবা ডেস্ক: এবার মালয়েশিয়ায় বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে মালয়েশিয় পুলিশ জানিয়েছে।

গত ৩ আগস্ট দেশটির সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত এক মন্তব্যের জেরে জাকির নায়েকের ওপর এমন নিষেধাজ্ঞা জারি করা হলো।

ওই অনুষ্ঠানে তিনি মালয়েশিয়ায় বসবাসরত চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। একই সঙ্গে তিনি বলেছিলেন যে, ভারতের সংখ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সংখ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করছেন। তার এমন মন্তব্যকে ঘিরেই বিতর্ক শুরু হয়। এরপরই মালয়েশিয়ার তিন মন্ত্রী তার স্থায়ী নাগরিকত্ব কেড়ে নেবার আহ্বান জানান।

এর আগে গত রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেন, চীনা বংশোদ্ভূত নাগরিকদের দেশে ফিরে যাওয়ার কথা বলে সীমা লঙ্ঘন করেছেন জাকির নায়েক।

সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে জাকির নায়েক মালয়েশিয়ায় শান্তি নষ্ট করছেন বলে অভিযোগ উঠেছে। এরইমধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে ১১৫টি অভিযোগ দায়ের করা হয়েছে।

রয়্যাল মালয়েশিয়া পুলিশ কর্পোরেট কমিউনিকেশনের প্রধান আসমাওয়াতী আহমেদ জাকির নায়েকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির তথ্য নিশ্চিত করেছেন বলে দেশটির বার্তা সংস্থা দ্য স্টার জানিয়েছে।

এ সম্পর্কে দ্য স্টার'কে আসমাওয়াতী আহমেদ বলেন, জাকির নায়েক যেন প্রকাশ্যে ভাষণ দিতে না পারে এমন নির্দেশ সকল পুলিশ বাহিনীকে দেয়া হয়েছে। মূলত জাতীয় সুরক্ষা ও জাতিগত সম্প্রীতি রক্ষার স্বার্থে এটি করা হয়েছে।

এর আগে জাকির নায়েকের বিরুদ্ধে দেশটির মেলাকা, জোহর, সেলানগর, পেনাং, কেদাহ, পারলিস ও সারাক রাজ্যে প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো। এবার পুরো মালয়েশিয়া জুড়েই তার প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা এলো।

এদিকে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন জাকির নায়েক। এ প্রসঙ্গে তিনি বলেন, প্রকৃতপক্ষে তিনি মোটেও বর্ণবাদী নন। তিনি অভিযোগ করেন যে, সমালোচকরা তার বক্তব্যকে ভুলভাবে নিয়েছেন এবং তার বক্তব্যে মনগড়া কথা যোগ করা হয়েছে।

তিনি বলেন, যদিও আমি আমার বক্তব্য পরিষ্কার করেছি। কিন্তু তবুও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তবে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। এখানে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না।

জাকির নায়েক বলেন, গত কয়েকদিনের ঘটনা লক্ষ্য করলে দেখবেন মালয়েশিয়ায় আমার বিরুদ্ধে জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। আমার সমালোচকরা নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আমার ওপর আক্রমণ করছেন। তারা আমার বক্তব্যকে অতিরঞ্জিত করে উপস্থাপন করছেন। এসব ভুল বক্তব্যের কারণে অমুসলিমরা আমাকে বর্ণবাদী মনে করবেন।

তিনি আরও বলেন, যারা এসব কথায় আঘাত পেয়েছেন তারা আমার মূল বক্তব্য শোনেননি।

জাকির নায়েকের মন্তব্যের জেরে দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ শুক্রবার বলেছেন, বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েককে মালয়েশিয়ায় দেয়া স্থায়ী নাগরিকত্ব মর্যাদা বাতিল করা হতে পারে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top