বকশীগঞ্জ সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
Meeting of the management committee of Bakshiganj Sadar Hospital
সেবা ডেস্ক: আজ শনিবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সরকারী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট দুপুর ১২টায় ওই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সাবেক তথ্যমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক প্রতাপ নন্দী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক জাহিদুল আরেফিন, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, হাসপাতালের পরিসংখ্যানবিদ আব্বাছ আলী প্রমুখ।

সমন্বয় সভায় রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভা শেষে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে সৌজন্য সাক্ষাত ও তাদের খোঁজখবর নেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top