২০২১ সালের জুনেই উন্মোক্ত হবে পদ্মাসেতু: সেতুমন্ত্রী

S M Ashraful Azom
0
Padma Bridge to be opened in June 2021: Minister
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মাসেতু নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৮৩ শতাংশ। আগামী ২০২১ সালের জুন মাসের মধ্যে সেতুটি জনগনের জন্য খুলে দেয়া হবে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে সরকার প্রদত্ত ঋণ পরিশোধের জন্য অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মূল সেতুর সবগুলোর পাইল ড্রাইভিংয়ের কাজ শেষ হয়েছে। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৩১টি পিয়ারের কাজ শেষ হয়েছে। বাকি ১১টির কাজ চলছে।

পদ্মাসেতু নির্মান প্রকল্পের ঋণ পরিশোধে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে চুক্তি নিয়ে তিনি বলেন, এক শতাংশ সুদে আগামী ৩৫ বছরে এ ঋণ পরিশোধ হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top