নগরবাসীর নিরাপত্তায় পুলিশ

S M Ashraful Azom
0
Police in the city's security
সেবা ডেস্ক: ঈদ উপলক্ষে অনেকেই নাড়ির টানে গ্রামের বাড়ি যাওয়ায় নগরের অধিকাংশ এলাকা এখন ফাঁকা। এর সুযোগ নিয়ে বাসা বাড়িতে চুরি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে দুর্বৃত্তরা। পাশাপাশি ঈদের জামাতস্থলে মুসল্লীদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

ঈদুল আজহায় নগরবাসীর নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন সিএমপির ৪ হাজার সদস্য। সোমবার (১২ আগস্ট) ভোর থেকে ঈদ জামাত ঘিরে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করে ঈদ জামাতে আসা মুসল্লিদের জায়নামাজ এবং ছাতা ছাড়া অন্য কিছু আনতে দেয়া হয়নি।

নগরবাসীর নিরাপত্তায় মাঠে পুলিশ।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, দামপাড়া পুলিশ লাইন মাঠে সকাল সোয়া ৮টায় পুলিশ কমিশনারসহ অন্যান্যরা প্রথম ঈদ জামাতে অংশ নিয়েছেন। যারা দায়িত্বে ছিলেন তাদের জন্য সকাল সাড়ে ১০টায় ২য় ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সেখানে আমরা  ঈদের নামাজ আদায় করেছি।

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান জানান, ঈদুল আজহা ঘিরে চট্টগ্রামে কোনো নিরাপত্তা হুমকি নেই। এরপরেও মাঠে সতর্ক অবস্থানে আছেন নগর পুলিশের সদস্যরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top