
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি: শেরপুরে পারিবারিক কলহের জের ধরে পিতা মুসলিম উদ্দিনের দায়ের কোপে ছেলে শফিকুল ইসলাম নিহত হয়েছে। আজ (২৪ আগষ্ট) শনিবার সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মুসলিমকে আটক করে। অভিযুক্ত মুসলিম একজন অবসর প্রাপ্ত কারারক্ষী।
পুলিশ জানায়, টাকা পয়সা ও জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত মুসলিম উদ্দিনের সঙ্গে ছেলে শফিকুলের পারিবারিক কলহ চলে আসছিলো। শফিকুল ছিলেন মুসলিমের প্রথম স্ত্রী মৃত সবুজা বেগমের ছেলে। এর জের ধরে আজ সাড়ে ৯টার দিকে শফিকুল ওই ধান ক্ষেতে গেলে তার পিতা মুসলিম উদ্দিন আকর্ষিকভাবে ধারালো দা দিয়ে তার উপর আক্রমন করেন এবং ঘাড়ে ও শরীরের বিভিন্নস্থানে একাধিক আঘাত করলে শফিকুল ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর পর মুসলিম পালিয়ে যায়। তবে সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মুসলিম উদ্দিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।