ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রন হারিয়ে নৈশ্যকোচের হেলপার নিহত, আহত-১১

S M Ashraful Azom
0
Thakurgaon night lost control assistant coach killed -11
হাসান বাপ্পি,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা তাজ পরিবহন নামে এক নৈশ্যকোচের হেলপার নিহত হয়েছে। নিহত হেলপারের নাম ইউসুফ (৩৪)। তার বাড়ি চাঁদপুর জেলায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১১ জন।

শনিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জেলা বনবিভাগ কার্যালয় সংলগ্ন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অদূরে নৈশ্য কোচটি নিয়ন্ত্রন হারালে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার মফিদার রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকারগাঁও গামী নৈশ্য কোচ তাজ পরিবহন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের জেলা বনবিভাগ কার্যালয়ের সামনে এসে পৌছলে কোচটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ওই যাত্রীবাহী বাসটি উল্টে ১২ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর কোচের হেলপার ইউসুফ মারা যান। আহতদের হাসপাতালে নেওয়া হলে  নাজেদা (৪৫) এবং মামুন (৯) নামের দুজনকে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top