বঙ্গবন্ধুর শতবর্ষই হবে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের স্বর্ণযুগ

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধুর শতবর্ষই হবে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের স্বর্ণযুগ
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, উন্নয়নের মহাযাত্রায় আমরা আসন্ন। জাতির জনক বঙ্গবন্ধুর ক্ষুধা-দারিদ্র্মুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে।
আগামী ২০২০ সালে জাতির পিতার শতবর্ষই হবে সরিষাবাড়ী পৌরসভার উন্নয়নের স্বর্ণ যুগ। কোনো স্বাধীনতাবিরোধী অপশক্তি জামাত বিএনপি রাজাকার উন্নয়নের বাধা হয়ে এই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না।

৩০ আগস্ট বিকালে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও দোয়া মাহফিল উপলক্ষে পৌরসভা আয়োজিত পৃথক দুটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, সরিষাবাড়ী পৌরসভা ২৫ বছরের কলঙ্ক অধ্যায় আমরা শেষ করেছি। ওই সময়গুলোতে পৌরসভায় কোনো উন্নয়ন হয়নি হয়েছে লুটপাট। শেখ হাসিনা এখানে নৌকা প্রতীক দিয়েছিলেন। আমরা জনগণের ভোটে নৌকা প্রার্থী রুকুনুজ্জামান রোকনকে বিজয় করেছি। মানুষ উন্নয়নের যে স্বপ্ন দেখে নৌকা প্রতীকে ভোট দিয়েছিলো সেই উন্নয়ন আমরা বাস্তবায়ন করছি। আমরা কথা বলে কারো মন জয় করতে চাইনা, কাজের মাধ্যমে জনগণের মন জয় করতে চাই।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সহসভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, যুগ্মসম্পাদক এম এ গণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ

পরে পৌরসভার পাঁচটি রাস্তা ও দুটি ড্রেনের উন্নয়নমূলক কাজ উদ্ধোধন করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top