পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে : এলজিআরডি মন্ত্রী

S M Ashraful Azom
0
পরিকল্পিত নগর গড়ে তুলতে হবে  এলজিআরডি মন্ত্রী
সেবা ডেস্ক: গৃহস্থালি,হাসপাতাল ও কলকারখানার বর্জ্যরে ব্যবস্থাপনা নিয়ে মাস্টারপ্লান করার সময় এসেছে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোন শহরকেই দীর্ঘদিন বসবাসযোগ্য রাখা সম্ভব নয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ বৃহস্পতিবার বিকেলে খুলনা ওয়াসা, জনস্বাস্থ্য প্রকৌশল ও স্থানীয় সরকার প্রকৌশল অফিসের কার্যক্রম পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

খুলনা সার্কিট হাউস সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, যত্রতত্র ময়লা ফেলা বন্ধ করতে হবে। সব দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে বসে থাকলে চলবে না। প্রয়োজনে টেন্ডারের মাধ্যমে বেসরকারিভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য মন্ত্রী সিটি কর্পোরেশনের প্রতি নির্দেশ দেন।

খুলনা অঞ্চলে পানির লবনাক্ততার বিষয় উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী পুকুর খনন ও রেইন ওয়ার্টার হার্ভেস্টিং এর মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত করার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন।

এলজিইডির প্রতি দিক নিদের্শনা দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি রাস্তা ডাকটিং পদ্ধতিতে নির্মাণ করতে হবে, যেখানে রাস্তার দুপাশে পানি,গ্যাস, বিদ্যুৎসহ সবধরণের ইউটিলিটি সার্ভিস লাইন থাকবে। কেবল বর্তমানের কথা মাথায় না রেখে পঞ্চাশ বছর পরে কী হতে পারে তা বিবেচনায় নিয়ে সকল উন্নয়ন পরিকল্পনা করতে হবে।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পর্যালোচনা সভায় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,কেসিসির মেয়র তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য মোঃ আতারুজ্জামান, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, এলজিআরডির প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমানসহ তিন দপ্তরের উদ্ধর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top