মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতায় নেমে প্রাণ গেলো যুবকের

S M Ashraful Azom
0
The young man died in a competition with a motorcycle
সেবা ডেস্ক:  খুলনার পাইকগাছায় মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনায় সায়েক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে এগারোটার দিকে পাইকগাছার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন বন্ধু মিলে দ্রুতগতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেলগুলো শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সায়েক, নাহিষ, আকাশ ও শংকর মণ্ডল নামে তিন যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন রাস্তার ওপর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক সায়েককে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজনের মধ্যে দু’জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top