গাড়ি থামিয়ে শিশুদের সঙ্গে ক্রিকেট খেললেন ইউএনও

S M Ashraful Azom
0
গাড়ি থামিয়ে শিশুদের সঙ্গে ক্রিকেট খেললেন ইউএনও
সেবা ডেস্ক: গাড়ি থামিয়ে গ্রামের শিশুদের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়লেন ইউএনও সরকার অসীম কুমার। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাবনার চাটমোহরে এ ঘটনা ঘটে।

পৌর শহরের দোলবেদীতলা এলাকা দিয়ে উপজেলার ছাইকোলা গ্রামের উদ্দেশে গাড়িতে করে যাচ্ছিলেন ইউএনও সরকার অসীম কুমার। গাড়িটি যখন স্বর্ণকার পট্টি দিয়ে অতিক্রম করছিলেন তখনই ইউএনওর চোখ পড়ে ছোট্ট একটি ঝাড়। সেখানে দেখতে পান ক্ষুদে শিশু-কিশোররা ক্রিকেট খেলছে।

ইউএনও তার গাড়িটি দাঁড় করিয়ে নেমে পড়েন শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলার জন্য। আর এসময় তার শিশুসুলভ আচরণে সবাই হতবাক হন। ধীরে ধীরে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন।

প্রথম দিকে ক্ষুদে খেলোয়াড়রা ইউএনওকে চিনতে পারেনি। পরে তিনি তার পরিচয় দেন এবং প্রায় আধাঘণ্টা ধরে তিনি শিশু-কিশোরদের সঙ্গে খেলাধুলা করেন।

পরে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ব্যাট, বল, স্ট্যাম্প, হ্যান্ড গ্লাভসসহ নানা ক্রীড়া সরঞ্জাম। এ ছাড়া শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহ দিতে অভিভাবকদের উদ্দেশে নানা পরামর্শও দেন তিনি।

ইউএনও সরকার অসীম কুমার বলেন, ছোট্ট ছোট্ট শিশু-কিশোরদের খেলা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। তাই তাদের উৎসাহ দিতে কিছুক্ষণ খেলেছি। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহ না দিলে তারা নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যেতে পারে। তাই প্রতিটি অভিভাবকের উচিত তাদের সন্তানদের খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top