
সেবা ডেস্ক: আজ ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজার থেকে ২০০ পিছ ইয়াবাসহ রাসেল মিয়া নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রাসেল মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাইটকামারী গ্রামের সোনামিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ সেপ্টেম্বর দুপুরে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক কারবারি রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। পরে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মাদক কারবারি রাসেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে জামালপুর আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।