BSMRSTU এর ভি‌সির কান্ড: বে‌শির ভাগ নি‌য়োগ পে‌য়ে‌ছেন আত্মীয়‌রাই

BSMRSTU এর ভি‌সির কান্ড বে‌শির ভাগ নি‌য়োগ পে‌য়ে‌ছেন আত্মীয়‌রাই
সেবা ডেস্ক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএসটিইউ) এর তে বি‌ভিন্ন প‌দে  শিক্ষক কর্মচারী নি‌য়ো‌গে ভি‌সি খোন্দকার নাসিরুদ্দিনের বিরু‌দ্ধে নেপোটিজম করার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। ভি‌সি নিজ ক্ষমতা ব‌লে নি‌জের আত্মীয় স্বজন‌দের বি‌ভিন্ন প‌দে নি‌য়োগ দি‌য়ে বিত‌র্কের সৃ‌ষ্টি ক‌রে‌ছেন। এ‌তে করে অন্যান্য শিক্ষ‌ক ও শিক্ষার্থীসহ সাধারণ জনগনের ম‌ধ্যে ক্ষো‌ভের সৃ‌ষ্টি  হ‌য়ে‌ছে।

নেপোটিজম কাহাকে বলে দেখিয়ে দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়  (বিএসএমআরএসটিইউ) এর ভিসি। আসুন দেখে নেই ভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্তদের মধ্যে যারা আছেন-

১। সহকারী অধ্যাপক শরাফত আলী(আপন ভাগ্নী জামাই),
২। তুহিন মাহমুদ(উপ-পরিচালক, পওউ) ভাগ্নে,
৩।শেখ মুশিকুর রহমান কলিন্স(সহকারী পরিচালক,হিসাব) তুহিনের বন্ধু
৪। মোঃ আনোয়ার হোসেন (সহকারী অডিট) তুহিনের আপন দুলাভাই
৫। ফারজানা ইসলাম (সহকারী রেজিস্ট্রার) বিয়াই এর মেয়ে,ঝিয়ারি,
৬। সেকশন অফিসার হামিম খন্দকার( আপন ভাতিজা),
৭। সহকারী অধ্যাপক মাহমুদ পারভেজ(আপন ভাতিজা),
৮। সেকশন অফিসার কানিজ ফাতেমা(বোনের ননদের মেয়ে),
৯। হিসাব কর্মকর্তা চৌধুরী মনিরুল হাসান(ভাগ্নে),
১০।অডিট অফিসার ফয়সাল আহমেদ(বন্ধুর ভাগ্নে),
১১। সহকারী অডিট অফিসার (ফয়সালের স্ত্রী),
১২। সহঃ প্রোগ্রামার আবীর আহসান মনির(ভাগ্নে),।
১৩। প্রশাসনিক কর্মকর্তা আতাউর হোসেন(মামাতো বোনের ছেলে),
১৪। প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম(ভাইরার ছেলে),
১৫। প্রশাসনিক কর্মকর্তা রাকিবুল ইসলাম(ভাতিজা),
১৬।  ডেপুটি রেজিস্ট্রার খান মোহাম্মদ আলী(নিকট আত্মীয়),
১৭।মেকানিকাল ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম(খান মোহাম্মদ আলীর শালা),
১৮। অফিস সহঃ কাম কম্পিউটার বাহারুল ইসলাম(খালাতো বোনের ছেলে)
১৯। অফিস সহঃ কাম কম্পিউটার (পারভেজের আপন বোন-HSC পাস),
২০।অফিস সহঃ কাম কম্পিউটার (উপাচার্যের বড় বোনের মেয়ে-HSC পাস),
২১। অফিস সহঃ কাম কম্পিউটার মুশফিকুর রহমান( ময়মনসিংহে উপাচার্য এই ব্যক্তিদের বাসায় থাকতেন),
২২। নিরপত্তা সহকারী(মোশারেফের চাচাতো ভাই),
২৩।  MLSS আজিজ খন্দকার(চাচতো ভাইয়ের ছেলে),
২৪।মালী শাহ আলম তালুকদার(চাচাতো ভাগ্নে),
২৫। মালী রেজাউল খন্দকার(চাচাতো ভাই),
২৬। মালী ইয়াহিয়া শিকদার(বিয়াই),
এছাড়াও বিশ্ববিদ্যালয় স্কুলের অধিকাংশ কর্মাকর্তা কর্মচারী তার নিজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

,

0 comments

Comments Please

আপনার মূল্যবান মতামতের জন্য সেবা হট নিউজ পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

সেবা হট নিউজ : সত্য প্রকাশে আপোষহীন