বকশীগঞ্জে নারী ও শিশু ধর্ষন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে নারী ও শিশু ধর্ষন বন্ধ ও বিচারের দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জ প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশু ধর্ষন বন্ধ ও বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছে সমমনা এনজিও গুলো।

৯ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপি ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের প্রতিনিধি জ্যোৎস্মা আক্তার, গণচেতনার কর্মসূচি সমন্বয়কারী ফাতেমা নার্গিস, অধ্যাপক আফসার আলী, ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির টেকনিক্যাল অফিসার মোরশেদা সুলতানা ডালিয়া, সূর্যের হাসি নেটওয়ার্কের ব্যবস্থাপক রেজাউল করিম,ব্র্যাকের প্রতিনিধি সাইদুল ইসলাম, এআরপির নির্বাহী পরিচালক মোফাজ্জল হক আলম প্রমুখ।

মানববন্ধনে সারাদেশে ঘটে যাওয়া নারীর প্রতি সহিংসতা, শিশু ধর্ষন, নারী নির্যাতন, যৌন হয়রানি বন্ধ করা সহ এবং এসব ঘটনার দ্রুত বিচারের দাবি জানানো হয়।  শিশু নির্যাতন বন্ধে প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বিভিন্ন এনজিওর পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ স্বতর্স্ফূতভাবে অংশ গ্রহণ করেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top