আমি ৩’শ মেয়ের মধ্যে নির্বাচিত, যেভাবে চাও সেভাবেই দিব

S M Ashraful Azom
0
আমি ৩’শ মেয়ের মধ্যে নির্বাচিত, যেভাবে চাও সেভাবেই দিব
সেবা ডেস্ক: হইচই’এর জনপ্রিয় বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পান নয়না গঙ্গোপাধ্যায়। ওয়েব সিরিজে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করে বলিউডের অ্যাডাল্ট সিনেমা নির্মাতা রাম গোপাল ভার্মার নজরে এসেছেন। তার একটি সিনেমায় অভিনয় করবেন এই বঙ্গ অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমকে নয়না বলেন, এই তো সুযোগ! তিনশ মেয়ের মধ্য থেকে আমাকে এই কাজের জন্য নির্বাচন করেছেন রামু স্যার। ইতোমধ্যে রাম গোপালের স্টুডিওতে অডিশন দিয়েছেন তিনি।

রামুকে নিজের মেন্টর দাবি করে এই অভিনেত্রী আরো বলেন, জানিনা, আমার মধ্যে উনি কী দেখেছিলেন, আমাকে উনি প্রশ্ন করেছিলেন, আসলে সবাইকেই করেন, যে আমি কী হতে চাই, পরিণীতি চোপড়া নাকি সানি লিওনি। আমি বলেছিলাম পরিণীতি হতে চাই। উনি বুঝতে পেরেছিলেন আমি অভিনেত্রী হতে চাই।

নয়না আরো বলেন, যখনই কোনো অফার পাই, আমি কনফিউজড থাকলে উনাকে জিজ্ঞেস করি। গল্প শুনেই বলে দেন কোনটা হিট হবে। চরিত্রহীন-এর গল্প শুনেই বলেছিলেন এটা হিট হবে।

রাম গোপাল নাকি নয়নাকে বলেছেন, কোনো চরিত্র করতে গিয়ে কনফিউজড হলে সেটা না করাই ভাল। কারণ, অভিনয় করতে গিয়ে ইতস্ত হলে দর্শকদের চোখে ভাল লাগবে না।

নয়না বলেন, স্যারের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি। বেশি টেক নেন না। তাছাড়া কত তারকা পেয়েছে বলিউড তার কাছ থেকে। বিবেক ওবেরয়, মনোজ বাজপেয়ীর নাম যোগ করেন চরিত্রহীনের তারকা। নিজের ইমেজকে ডিভা নাকি অভিনেত্রী এর মধ্যে কোন ধাঁচে নিজেকে উপস্থাপন করাতে চান প্রশ্ন করলে নয়না বলেন, দর্শকরা আমাকে যেভাবে পছন্দ করবেন সেভাবেই দেখতে পাবেন। তবে আমি নিজেকে অভিনেত্রী হিসেবেই দেখতে চাই।

এ ছাড়া সময় সুযোগ করে ব্যাটে বলে মিলে গেলে আবারো বাংলা ছবিতে কাজ করবেন বলেও জানান এ অভিনেত্রী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top