
সেবা ডেস্ক: প্রতিবেশি দেশ ভারতের রাজ্য আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ থাকলেও ভারতের ওপর বিশ্বাস রাখতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এখন পর্যন্ত জানি এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা নিয়ে তারা বারবার বক্তব্য দিয়েছে। তাদের ওপর বিশ্বাস রাখছি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আবদুল মোমেন বলেন, কিছুটা উদ্বেগ তো আছেই। তারপরও ভারতের ওপর বিশ্বাস রাখতে চাই। তবে বিষয়টা পর্যবেক্ষণে রেখেছি।
রোহিঙ্গা সংকট দ্রুতই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র যারা মিয়ানমার ও বাংলাদেশে বিনিয়োগ করছে। তাদের বলেছি রোহিঙ্গারা থাকলে অন্যদিক ক্ষতিগ্রস্ত হবে। তোমাদের উদ্দেশ্য সফল হবে না। বলেছি রোহিঙ্গারা দীর্ঘদিন অবস্থান করলে আঞ্চলিক সংকট তৈরি হবে, অনিশ্চয়তা তৈরি হবে। তোমাদের নিজেদের স্বার্থে এ সমস্যা সমাধানে সিরিয়াস হতে হবে। কারণ, সন্ত্রাসীদের কোনো বর্ডার নেই, দেশ নেই।
রোহিঙ্গা সংকট সমাধানে চীনসহ বন্ধু রাষ্ট্রগুলো বিষয়টি আমলে নিয়েছে বলে জানিয়ে তিনি বলেন, আমার প্রত্যাশা দ্রুতই সমাধান আসবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।